নামাজ পড়তে গিয়ে লাখ টাকা দামের জুতা হারিয়েছেন সিরাজ বশির নামে এক ব্যক্তি। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পাকিস্তানের লাহোরে এ ঘটনা ঘটেছে। খবর এআরওয়াই'র।
জানা গেছে, সিরাজ বশির লাহোরের সামরিক এলাকার বাসিন্দা। তিনি অসুস্থ এক স্বজনকে দেখতে স্থানীয় গঙ্গারাম হাসপাতালে এসেছিলেন। সেই হাসপাতালের কাছে অবস্থিত মসজিদে নামাজ পড়তে যান বশির। নামাজ শেষে দেখেন তার জুতা চুরি হয়ে গেছে। সিসিটিভি ফুটেজের সাহায্যে চোর ধরতে এবং জুতা উদ্ধারে তিনি পুলিশের সহযোগিতা চেয়েছেন তিনি। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
পাকিস্তানে মসজিদ থেকে জুতা চুরির ঘটনা খুবই সাধারণ বিষয়। ২০১৬ সালে শুক্রবারের নামাজের সময় পাক সরজামিন পার্টির (পিএসপি) নেতা আনিস কাইমখানির জুতা চুরি হয়ে যায়।
বিডি প্রতিদিন/হিমেল