অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের প্রায় ১০০টি জায়গা দাবানলে পুড়ছে। এর মধ্যে সবচেয়ে মারাত্মক অবস্থায় রয়েছে উত্তর সিডনির আশপাশের এলাকা।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই দাবানল আরও তীব্র আকার ধারণ করেছে, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দুই হাজারেরও বেশি দমকলকর্মী।
সিডনির দক্ষিণাঞ্চলে দাবানলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকলে দমকলকর্মীরা ছুটে পালাতে শুরু করে। দাবানলের কারণে সপ্তাহ জুড়েই সিডনিতে আকাশ ভারি ধোঁয়ার আবরণে ঢেকে গেছে।
গত অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হওয়া দাবানলে এখন পর্যন্ত ছয় জন নিহত ও ৭০০ এরও বেশি ঘরবাড়ি পুড়ে গেছে।
বিডি প্রতিদিন/ফারজানা