৬ ডিসেম্বর, ২০১৯ ০৯:২৬

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় আটক ৩

অনলাইন ডেস্ক

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় আটক ৩

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ৩ জনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর চাতলাপুর সীমান্ত দিয়ে প্রবেশের সময় তাদের আটক করা হয়। এ ঘটনায় মামলা করা হয়েছে।

কুড়িগ্রামের গোলাপপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ রুবেল মিয়া, বগুড়ার মোহাম্মদ আরিফুল মন্ডল, সুনামগঞ্জের বাবু সুত্রধর। রুবেল মিয়া ও আরিফুল মণ্ডল গত ১ বছর ধরে ভারতের ব্যাঙ্গালোরে একটি গার্মেন্টেসে চাকরি করছেন এবং বাবু সূত্রধর কিছুদিন আগে ভারতে তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। এ ঘটনায় বিজিবি ৪৬ ব্যাটেলিয়নের সহকারী কমান্ডার হাসিবুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

বিজিবির ৪৬ ব্যাটালিয়নের (শ্রীমঙ্গল) অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, ভিসা পাসপোর্ট ছাড়া অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করা হয়েছে। তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলা করা হয়েছে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান বলেন, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আগামীকাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর