৬ ডিসেম্বর, ২০১৯ ১৪:০৩

বুরুন্ডিতে ভূমিধসে নিহত ৩৮

অনলাইন ডেস্ক

বুরুন্ডিতে ভূমিধসে নিহত ৩৮

পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডিতে ভূমিধসে অন্তত ৩৮ জনের প্রাণহানি হয়েছে। 

এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এছাড়াও এখন রিপোর্ট পর্যন্ত নিখোঁজ রয়েছে ১০ জন।

বৃহস্পতিবার দেশের প্রধান বন্দর বুজুম্বুরা থেকে প্রায় ১২০ কিলোমিটার উত্তরে সিবিটোক প্রদেশের এ ঘটনা ঘটে।

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছে, এ ঘটনায় নায়েমপুন্ডুতে ২২ জন, রুকোম্বে ১৩ জন আর জিকোমেরোতে তিনজন প্রাণ হারায়।
 
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক টুইটবার্তায় জানানো হয়েছে, ভারী বৃষ্টিপাতের কারণে রুয়ান্ডার সীমান্তবর্তী নায়েমপুন্ডু, জিকোমেরো ও রুকোম্বে এলাকায় প্রায় ভূমিধস হয়ে থাকে। বর্তমানে সেখানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। এ ঘটনায় ওই অঞ্চলের বাড়িঘর ও ফসলের প্রচুর ক্ষতি হয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ‘রাতে যখন প্রায় সবাই বাড়িতে ছিলেন, এ সময় তিনটি পাহাড়ে ভূমিধস হয়। আর এতে সবকিছু মাটিচাপা পড়ে।’

স্থানীয় সরকারের একজন কর্মকর্তা জানিয়েছেন, ‘মরদেহগুলো উদ্ধারে এখন খননকাজ চালাচ্ছে উদ্ধারকর্মীরা।’

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর