ইরাকের রাজধানী বাগদাদের উত্তরের বালাদ মার্কিন বিমান ঘাঁটিতে দু’দফা রকেট হামলা হয়েছে। তবে এ হামলায় কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি।
ইরাকের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ঘাঁটিটি রাজধানী থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত। হামলায় ব্যবহার হয়েছে কাতিউশা রকেট।
ইরাকের বালাদ বিমান ঘাঁটিতে মোতায়েন রয়েছে প্রশিক্ষণে নিয়োজিত মার্কিন সেনারা। এদিকে, ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের আইন আল-আসাদ বিমান ঘাঁটিতে অন্তত পাঁচ দফা রকেট হামলার দু’দিন পর এ হামলা হলো। আইন আল-আসাদ ঘাঁটিতে শত শত মার্কিন সেনা মোতায়েন রয়েছে।
এ হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে দেশটিতে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াই করছে মার্কিন জোট বাহিনী। আইএস ২০১৪ সালের মাঝামাঝি সময়ে ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা দখল করে নেয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন