৬ ডিসেম্বর, ২০১৯ ২০:৪৪

পিয়াজের দাম বাড়ায় বেজায় ‘খুশি’ বিজেপি সাংসদ!

অনলাইন ডেস্ক

পিয়াজের দাম বাড়ায় বেজায় ‘খুশি’ বিজেপি সাংসদ!

পিয়াজের ঝাঁজে চোখে জল ভারতবাসীর। দাম কমার কোনো লক্ষ্মণ নেই। বরং পিয়াজের দাম ঊর্ধ্বমুখী। লাফিয়ে লাফিয়ে বাড়ছে পিয়াজের দাম। 

পশ্চিমবঙ্গের কলকাতায় পিয়াজের দাম কেজি ১৫০ টাকা ছাড়িয়ে ১৬০ টাকা পৌঁছে গেছে। বাজারে গিয়ে পিয়াজে হাত দিলেই ছ্যাঁকা লাগছে। কিন্তু তাতে ‘খুশি’ বিজেপি সাংসদ সৌমিত্র খা। এমনটাই দাবি করেছেন বিষ্ণুপুরের সাংসদ।

সৌমিত্র খা বলেন, পিয়াজের দাম বাড়ায়, কৃষকরা বেশি দাম পাচ্ছে। তাতে তিনি বেশ খুশি ও উৎসাহিত।

তিনি বলেন, কলকাতায় সব কিছুতে কাটমানি আছে। পিয়াজের ওপরও কেউ কেউ কাটমানি খাচ্ছে। তাই দাম বেশি।
কৃষকরা যদি বেশি দাম পায়, আমি তাতে উৎসাহিত হচ্ছি। যখন ফ্ল্যাটের দাম ১ কোটি টাকা থেকে ৩ কোটি টাকা হয়ে যায়, তখন তো কেউ কিছু বলে না। এখন কৃষকরা পিয়াজের দাম একটু বেশি পাচ্ছে, তার জন্য সবার খুব দুঃখ হচ্ছে। পিয়াজটা এমন কিছু ব্যাপার না, পিয়াজটা না খেয়েও থাকা যায়। আমি কৃষক এলাকার সংসদ, কৃষকরা যদি চালের দাম বেশি পায়, লঙ্কার দাম বেশি পায়, পিয়াজের দাম বেশি পায় আমি খুশি।

সৌমিত্র খায়ের এই মন্তব্যের পরই শোরগোল পড়ে যায় সব মহলে। কটাক্ষ, সমালোচনায় সরব হন বিরোধীরা। সূত্র: জিনিউজ


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর