৭ ডিসেম্বর, ২০১৯ ২১:০৩

ইলেক্ট্রনিক যুদ্ধের সক্ষমতা ‘সিমোর্গ’ ড্রোন উদ্বোধন করল ইরান

অনলাইন ডেস্ক

ইলেক্ট্রনিক যুদ্ধের সক্ষমতা ‘সিমোর্গ’ ড্রোন উদ্বোধন করল ইরান

‘সিমোর্গ’ নামে নতুন একটি ড্রোন উদ্বোধন করেছে ইরান। শনিবার নতুন এ ড্রোনটি উদ্বোধন করে দেশটির নৌবাহিনী। 

'সিমোর্গ' ড্রোন পর্যবেক্ষণ তৎপরতার পাশাপাশি যুদ্ধেও অংশ নিতে পারে। এছাড়া রয়েছে ইলেক্ট্রনিক যুদ্ধের সক্ষমতা। এই ড্রোন এক হাজার ৫০০ কিলোমিটার দূরে গিয়ে অভিযান চালাতে পারে। এটি টানা ২৪ ঘণ্টা উড়তে পারে এবং ২৫ হাজার ফুট উপরে যেতে পারে।

এ সময় সেনাবাহিনীর সমন্বয়কারী ও সাবেক নৌকমান্ডার হাবিবুল্লাহ সাইয়্যারি এবং বর্তমান নৌকমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানযাদি উপস্থিত ছিলেন। সূত্র: পার্সটুডে


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর