থাইল্যান্ডে নির্বিচারে গুলি চালিয়ে ২৬ জনের হত্যাকারী সেই সৈন্যকে হত্যা করা হয়েছে। আজ রবিবার আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা তাকে হত্যা করে।
নাখন রাচাসিমা শপিং মলের ১৭ ঘণ্টা ধরে নারকীয় হত্যাযজ্ঞ চালায় ওই সৈন্য। তার গুলিতে ৫৭ জন আহত হয়েছে যার মধ্যে অনেকর অবস্থা আশঙ্কাজনক। বহু চেষ্টার পর শপিং মলের টার্মিনালে সে সেনাকে হত্যা করা হয়।
জাতীয় পুলিশ বাহিনীর প্রধান জেনারেল চাকথিপ চাইজিনদা ও প্রাদেশিক পুলিশ অঞ্চল-৩ এর প্রধান জেনারেল পুনসাপ প্রাসের্টসাক বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র: ব্যাংকক পোস্ট
বিডি প্রতিদিন/ফারজানা