১৬ ফেব্রুয়ারি, ২০২০ ২১:৩০

শত বিরোধিতা সত্ত্বেও নতুন নাগরিকত্ব আইন চালু হবে: মোদি

দীপক দেবনাথ, কলকাতা

শত বিরোধিতা সত্ত্বেও নতুন নাগরিকত্ব আইন চালু হবে: মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন ৩৭০ ধারা বিলোপ ও সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে কেন্দ্রীয় সরকার তার পুরোনো সিদ্ধান্তেই অটল থাকবে। শত বিরোধিতা সত্ত্বেও দেশজুড়ে এই আইন চালু হবেই। 

রবিবার উত্তরপ্রদেশের বারাণসীতে এক জনসভা থেকে দৃঢ়তার সাথে মোদি এই মন্তব্য করেন। 

মোদি বলেন, গত কয়েক বছর ধরে দেশের মানুষের দাবি ছিল ‘জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত বা সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এর সমাধান হোক। দেশের মঙ্গলে এই সিদ্ধান্ত জরুরী ছিল। বিশ্বজুড়ে শত বিরোধিতা সত্ত্বেও আমরা এই সিদ্ধান্তে অটল আছি, থাকবো।’ 

রাম মন্দির নিয়েও প্রধানমন্ত্রী এদিন বলেন, ‘অযোধ্যায় রাম মন্দির নির্মাণ নিয়ে একটি ট্রাস্ট গঠন করা হয়েছে। এই ট্রাস্ট দ্রুততার সহিত কাজ করবে।’  

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর