মার্কিন সেনারা ইরাকের সামরিক অবস্থানে বিমান হামলা চালানোর কারণে বাগদাদে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডগলাস সিলিকে আবার ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।
মার্কিন জঙ্গিবিমানগুলো গত বৃহস্পতি ও শুক্রবার ইরাকের জনপ্রিয় আধা সামরিক বাহিনী- হাশদ আশ-শাবি এবং ইরাকি সেনাবাহিনীর বিভিন্ন অবস্থানে বোমাবর্ষণ করে। এসব হামলায় ইরাকের বহু সেনা হতাহত হয়েছেন।
এসব হামলার প্রতিবাদ জানাতে মার্কিন রাষ্ট্রদূত ডগলাস সিলিকে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণলয়ে তবল করা হয় বলে কাতারের আল-জাজিরা টেলিভেশন জানিয়েছে।
এ নিয়ে গত দু’দিনে মার্কিন রাষ্ট্রদূতকে দু’বার তলব করল ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবারের আগে শুক্রবার ইরাকি সেনা অবস্থানে মার্কিন সেনাদের হামলার পর তাকে এবং ব্রিটিশ রাষ্ট্রদূতকে একবার তলব করা হয়েছিল। ইরাক সরকার বলেছে, দেশটির সেনা অবস্থানে মার্কিন বাহিনীর বর্বরোচিত হামলার বিষয়ে বাগদাদ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ জানাবে।
বিডি প্রতিদিন/কালাম