৬ এপ্রিল, ২০২০ ১১:৪৫

রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে চীনকে বয়কটের দাবি বাবা রামদেবের

অনলাইন ডেস্ক

রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে চীনকে বয়কটের দাবি বাবা রামদেবের

বিশ্বজুড়েই বাড়ছে করোনাভাইরাসে সংক্রমিত ও মৃত্যুর সংখ্যা। মারাত্মক এই ভাইরাস ছড়িয়ে পড়ার জন্য চীনকেই দায়ী করেছেন ভারতের বিশিষ্ট যোগগুরু বাবা রামদেব। তার অভিমত আন্তর্জাতিক মহলের উচিত চীনকে রাজনৈতিক ও অর্থনেতিকভাবে বয়কট করা।

টুইটারে রামবেদ জানান ‘গোটা বিশ্বকে বিপদের মুখে ঠেলে অত্যন্ত অমানবিক ও অনৈতিক কাজ করেছে চীন। এর জন্য বিশ্ববাসীর উচিত চীনকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বয়কট করে শাস্তি দেওয়া। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র দেশ ভারতের উচিত কূটনৈতিক স্তরে বিষটি উত্থাপান করা।’
 
উল্লেখ্য, গত বছর চীনের হুবেই প্রদেশের উহান শহরে উৎস হওয়া এই ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। মারাত্মক এই ভাইরাসে সংক্রমিত ১২ লাখের বেশি মানুষ, মৃত্যু হয়েছে ৬০ হাজার মানুষের। মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই চীনের বিরুদ্ধে পরিকল্পিতভাবে এই ভাইরাস ছড়িয়ে দেওয়ার অভিযোগ এনেছে। 

ভারতেও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭৫ জনের, আক্রান্ত ৩ হাজারেরও বেশি মানুষ। সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে গোটা দেশজুড়েই চলছে ২১ দিনের লকডাউন, চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর