মহামারি করোনাভাইরাসের প্রকোপের মাঝে যুক্তরাজ্যে প্রায় ৮২ বিলিয়ন পাউন্ডের হাউজিং প্রোপার্টিজ বিক্রি আটকে গেছে। দেশটির শহরগুলোর হাউজিং মার্কেট বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে হাউজিং প্রোপার্টিজ ক্রয়-বিক্রয় সংক্রান্ত একটি ওয়েবসাইট জুপলার। খবর বিবিসির
জুপলারের গবেষকদের অনুমান, বিক্রি আটকে যাওয়া সম্পত্তির মূল্য প্রায় ৮২ বিলিয়ন পাউন্ড। গত বছরের ডিসেম্বরের শেষের দিকেও অন্যান্য সময়ের মতোই এক দশমাংশ সম্পত্তি বিক্রি হচ্ছিল। করোনার কার কমে যায়। অথচ বসন্তকাল সাধারণত হাউজিং পোপার্টিজ বিক্রির জন্য উপযুক্ত সময়। এই সময়কে 'বসন্ত বাউন্স' বলা হয়।
তবে, করোনা মহামারি ঠেকাতে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এখন বাড়িতে থাকার কথা বলা হচ্ছে। এছাড়া ক্রেতা এবং বিক্রেতাদের লকডাউনের পর সম্পত্তি ক্রয় ও বিক্রিয়ের অনুরোধও করা হচ্ছে সরকারের পক্ষ থেকে।
জুপলারের পরিচালক রিচার্ড ডোনেল জানিয়েছেন, কিছু মানুষ স্থান পরিবর্তন এবং নতুন সম্পত্তির তাগিদ অনুভব করতে পারে। তবে এটি ২০২০ সালের শেষের দিকে বোঝা যাবে বর্তমান পরিস্থিতি কোন দিকে যায়। আর কারোনার প্রভাব কতটা অর্থনীতি এবং বেকারত্বের উপর প্রভাব ফেলে তার উপর নির্ভর করবে।
সামগ্রিকভাবে জুপলা আশা করছে, গত বছরের তুলনায় এ বছর অর্ধেক সম্পত্তি বিক্রি হবে।
বিডি প্রতিদিন/আরাফাত