যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে বিবিসি। মৃত দুই ব্যক্তি একে অপরের ভাই। ইয়েমেনের দক্ষিণাঞ্চলের এডেন শহরের একটি হাসপাতালে মারা যান তারা। দেশটির সরকার জানায়, ওই শহরে পাঁচ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।
জানা যায়, দেশটিতে চলতি মাসের শুরুর দিকে প্রথম সংক্রমণ ধরা পড়ে। এর আগে জাতিসংঘ আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে, ইয়েমেনে ভাইরাসটি সবার অজান্তে ছড়িয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে।
যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের স্বাস্থ্য ব্যবস্থা করোনা ভাইরাস মোকাবিলার জন্য একেবারেই প্রস্তুত নয়। ইয়েমেনে বহু মানুষ কলেরা, ডেঙ্গু ও ম্যালেরিয়ায় আক্রান্ত। সেই সঙ্গে রয়েছে খাদ্যাভাব। লাখ লাখ মানুষ খাদ্য সহায়তার ওপর পুরোপুরি নির্ভরশীল।
বিডি প্রতিদিন/এ মজুমদার