চীন সীমান্তে ২০ ভারতীয় সেনার মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে সীমান্তসহ দ্বিপাক্ষিক সম্পর্কে তিক্ততা শুরু হয়েছে। অবাঞ্ছিত এমন পরিস্থিতি সামাল দিতে কোমর বেঁধে নেমেছে ভারত। বিশেষজ্ঞদের অনুমান, এই ঘটনাকে কোনওভাবেই মুখ বুজে মেনে নেবে না ভারত সরকার পাল্টা জবাব দেবে শীঘ্রই। এমনই এক আবহে এবার চীন এক বিবৃতিতে ভারতকে সীমান্ত নিয়ে মুখ খুলেছে। এদিন চীনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, ‘ভারতীয় সেনাই জোরপূর্বক সীমান্ত পেরিয়ে চীনে ঢুকে পড়ে। যার জেরেই ঘটেছে এই ঘটনা’।
গত কয়েক মাস ধরে ভারত চীন সম্পর্ক রীতিমত তপ্ত। এমন এক পরিস্থিতির মাঝে চীন সীমান্তে ভারতীয় সেনার নিহত হওয়ার ঘটনার প্রেক্ষিতে এদিন চীনের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, ‘ঘটনার সময় ভারতীয় সেনাবাহিনী দুবার নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে চীনের ভূখণ্ড ঢুকে পড়ে। শুধু তাই নয় চীন সেনাকে উদ্দেশ্য করে উস্কানিমূলক মন্তব্য পেশ করে তারা। যার জেরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এর পাশাপাশি চীনের পক্ষ থেকে রীতিমত হুঁশিয়ারি দিয়ে আরও জানানো হয়, দুই দেশের সীমান্ত রেখা কঠোরভাবে মেনে চলুন। একতরফা কোনও সিদ্ধান্ত নিয়ে বিপদ বাড়াবেন না। এদিকে চীনের এমন হুঁশিয়ারির পর উত্তেজনার পারদ আরও চড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
প্রসঙ্গত, লাদাখের গলবান ঘাটিতে গত একমাস ধরে ডি এস্ক্যালেশন পর্ব চলছে। সেই প্রক্রিয়াই এদিন হিংসাত্মক রূপ নেয়। তথ্য অনুযায়ী সোমবার রাতে ভারত ও চীন সেনার মধ্যে হঠাৎ শুরু হয়ে যায় ঝগড়া দুপক্ষের হিংসাত্মক এই হামলায় একজন সেনা অফিসার সহ ২০ ভারতীয় সেনা নিহত হন। পাশাপাশি বেশ কয়েকজন চীনা সেনা আহত হয়েছে বলেও জানা গেছে। এমনকি মৃত্যুর খবর শোনা যাচ্ছে। ইতিমধ্যেই কমপক্ষে পাঁচসেনার মৃত্যুর কথা শোনা গেছে। তাদের পক্ষ থেকে সেনামৃত্যু হয়েছে বলে স্বীকার করে নিয়েছে চীন।
বিডি-প্রতিদিন/শফিক