করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের মধ্যেই নয়া বিপদের মুখে দিল্লি। রাজধানীতে ভয়াবহ হামলা চালানোর ছক করেছে সন্ত্রাসবাদীরা। বিশ্বস্ত সূত্রে এমনই চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছেন গোয়েন্দারা।
যার জেরে রবিবার শহরজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। চূড়ান্ত সতর্ক থাকতে বলা হয়েছে পুলিশকে। কয়েক গুণ বাড়ানো হয়েছে শহরের নিরাপত্তা।
দিল্লিতে হামলা চালানোর জন্য চার থেকে পাঁচ জন জঙ্গির একটি দল রওনা দিয়েছে। তারা ট্রাকে করে রাজধানীতে আসছে বলে গোয়েন্দারা জানতে পেরেছেন। জম্মু ও কাশ্মীর থেকে কয়েকজন সন্ত্রাসবাদী এর মধ্যে দিল্লিতে গোপন আস্তানায় ঘাঁটি গেড়েছে। অন্যরা শহরে ঢোকার অপেক্ষায় আছে। বাস, গাড়ি বা ট্যাক্সিতে করে জঙ্গিরা শহরে ঢুকতে পারে। শহরে ব্যাপক তাণ্ডব চালানোই তাদের একমাত্র উদ্দেশ্য।
এই খবর পাওয়ার পরে কোনো ঝুঁকি নিতে রাজি নয় প্রশাসন। গোটা শহর কার্যত দুর্গে পরিণত হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইতোমধ্যেই শহরের সমস্ত গেস্ট হাউজ, হোটেলে তল্লাশি চালানো হয়েছে। জারি হয়েছে লুক আউট নোটিশ। এ ছাড়া প্রতিটি গাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কাশ্মীরের রেজিস্ট্রেশনের গাড়িতে বিশেষভাবে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি বাস স্টেশন এবং রেল স্টেশনসহ প্রতিটি জনবহুল এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলিতে চলছে পুলিশি টহল।
গত বছর অক্টোবর মাসেও দিল্লিতে সম্ভাব্য সন্ত্রাসবাদী হামলার খবর পেয়েছিলেন গোয়েন্দারা। সঙ্গে সঙ্গে শহরজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছিল। বেশ কয়েকটি স্থানে অভিযান চালায় পুলিশ। নিরাপত্তা বাহিনীর তৎপরতায় সমস্ত চক্রান্ত ভেস্তে দেওয়া সম্ভব হয়েছিল। সূত্র: এইসময়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন