চীনা ও ভারতীয় সেনাদের লড়াইয়ের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভারতীয় সেনা সূত্রের দাবি, ভিডিওটি সিকিমে তোলা। তবে তা কবে তোলা হয়েছে তা স্পষ্ট নয়। তবে ৯ মে সিকিমের নাকুলায় ভারতীয় ও চীনা সেনার ধস্তাধস্তি হয়েছিল।
ওই ভিডিওতে দেখা যাচ্ছে, কোনো একটি তুষারে ঢাকা পার্বত্য এলাকায় ধস্তাধস্তি হচ্ছে ভারতীয় ও চীনা সেনার। উভয়পক্ষ একে অপরকে ঘুষি মারছেন। সেই সঙ্গে চলছে ধাক্কাধাক্কি। তার মাঝেই দুই পক্ষের সেনাদের কয়েকজন চিৎকার করে বলছেন ‘লড়াই কোরো না’, ‘ফিরে যাও’।
বিডি প্রতিদিন/ফারজানা