ভারতের বিহারে বজ্রপাত ও ঝড়বৃষ্টির কারণে একদিনে ৮৩ জন প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যটির বিভিন্ন প্রান্তে ভারি বৃষ্টিপাত হয়, সেই সাথে ছিল প্রচন্ড বজ্রপাত। আর তাতেই এত মানুষের প্রাণ গেছে বলেন বলে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।
বজ্রপাতের কারণে রাজ্যটির খাগাড়িয়া জেলায় অন্ততপক্ষে ১৫টি গবাদি পশুর মৃত্যু হয়েছে। এছাড়াও কৃষিজমি ও ফসলের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।
রাজ্যটির মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে গোপালগঞ্জ জেলায়, এই জেলায় ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বজ্রপাতে নিহত পরিবারের প্রতি শোকপ্রকাশ করার পাশাপাশি প্রতিটি পরিবার পিছু ৪ লাখ রুপি করে আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে নিতীশ কুমারের সরকার।
বিহারের ঘটনায় ট্যুইট করে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে এদিন রাতের দিকে বজ্রপাতসহ বৃষ্টিতে উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে ২৪ জনের। দেওরিয়া জেলায় সবচেয়ে বেশি ৯ জনের মৃত্যু হয়েছে। এই মৃত্যুর ঘটনায় নিহতদের প্রতি শোকজ্ঞাপন করে তাদের পরিবার পিছু ৪ লাখ রুপি করে আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
বিহার ও উত্তরপ্রদেশ-দুই রাজ্যে প্রাকৃতিক বিপর্যয়ে প্রায় শতাধিক মানুষের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ