২ জুলাই, ২০২০ ১৮:৫৭

সীমান্তে উত্তেজনার মধ্যে ৩৩টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে ভারতে

অনলাইন ডেস্ক

সীমান্তে উত্তেজনার মধ্যে ৩৩টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে ভারতে

চীনের সঙ্গে সীমান্তে উত্তেজনার মধ্যে ৩৩টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে ভারত। রাশিয়ার কাছ থেকে ১২টি সুখোই Su-30 MKI ও ২১টি নতুন MiG-29s যুদ্ধবিমান কেনা হচ্ছে৷ একই সঙ্গে ভারতের হাতে থাকা ৫৯টি MiG-29s যুদ্ধবিমান আপগ্রেড করা হচ্ছে৷ এই পুরো প্রকল্পটিতে খরচ হচ্ছে ১৮ হাজার ১৪৮ কোটি টাকা৷

ভারতীয় বিমানবাহিনী ও নৌবাহিনীর জন্য ২৪৮টি অস্ত্র এয়ার-টাইম এয়ার মিসাইল কেনার ছাড়পত্র দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়৷ পাশাপাশি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনকে নতুন ক্রুজ মিসাইল (১০০০ কিমি দূরে হামলা করতে সক্ষম) তৈরিরও ছাড়পত্রও দিয়ে দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়৷

লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারত-চীন উত্তপ্ত পরিস্থিতির আবহে অত্যাধুনিক ৩৩টি যুদ্ধবিমান কেনার প্রস্তাব দেয় বিমানবাহিনী৷ প্রস্তাবপত্রে বলা হয়েছিল, রাশিয়ার থেকে আরও MiG-29s যুদ্ধবিমান কেনার সঙ্গে MiG-29 কেনার চলতি চুক্তিতেও কিছু অদলবদল করা হবে৷ ২০১৬ সালে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি স্বাক্ষরের পরে দ্বিতীয় পর্যায়ে এই ৩৩টি যুদ্ধবিমান কিনতে চলেছে ভারতীয় বিমানবাহিনী৷

সরকারকে পাঠানো বিমানবাহিনীর প্রস্তাব এও বলা হয়েছিল, এই যুদ্ধবিমান সম্বন্ধীয় সব উপকরণ ও যাবতীয় প্রক্রিয়া একেবারে স্বচ্ছ ভাবে বরাতের মাধ্যমে যেন করা হয়, যাতে না ভবিষ্যতে কোনও সমস্যা তৈরি হয়৷

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর