৮ জুলাই, ২০২০ ১৯:২৬

দুর্নীতির অভিযোগে জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী বরখাস্ত

অনলাইন ডেস্ক

দুর্নীতির অভিযোগে জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী বরখাস্ত

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মানানগাগোয়া “অসদাচরণের” অভিযোগে স্বাস্থ্যমন্ত্রী ওবাদিয়া ময়োকে বরখাস্ত করেছেন। প্রেসিডেন্টের চিফ সেক্রেটারির দেওয়া এক বিৃবতিতে বলা হয়েছে, “সরকারের একজন মন্ত্রী হিসেবে যথাযথ নয় এরকম কাজের জন্য তাকে বরখাস্ত করা হলো।” এই আদেশ এখন থেকেই কার্যকর বলে ঘোষণা করা হয়েছে। খবর বিবিসির।

বরখাস্ত হওয়া মন্ত্রী এই অভিযোগের কোন জবাব দেননি। করোনাভাইরাস মোকাবেলায় সামগ্রী কেনার এক কেলঙ্কারিতে জড়িয়ে গত মাসে গ্রেফতার হন ময়ো। তার বিরুদ্ধে সুরক্ষা সামগ্রী ক্রয়ে দুর্নীতির অভিযোগ আনা হয়। পরে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে যচাই বাছাই প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ না করেই তিনি একটি কোম্পানির সাথে ওষুধ, টেস্টিং কিট ও সুরক্ষা সামগ্রী সরবরাহের চুক্তি করেছিলেন।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর