মালয়েশিয়ার বাজেট এয়ারলাইনস এয়ারএশিয়া কিনে নিচ্ছে ভারতীয় অংশীদার টাটা সন্স। তবে এক্ষেত্রে বড় অঙ্কের আর্থিক ছাড়ের সুবিধা পাবে টাটা সন্স। এ জন্য প্রতিষ্ঠানটি দেশীয় আরও কিছু বিনিয়োগকারীকে সঙ্গে নিতে পারে বলে জানা গেছে।
এয়ারএশিয়ার ৫১ শতাংশ মালিকানা রয়েছে টাটা গ্রুপের হোল্ডিং কম্পানি টাটা সন্সের হাতে। লোকসানে থাকা প্রতিষ্ঠানটির বাকি ৪৯ শতাংশ অংশীদারিত্ব কিনে নেওয়ার ব্যাপারেও আলোচনা চালিয়ে যাচ্ছে।
এর আগে এয়ারএশিয়া জানায়, তারা ১০০ কোটি রিংগিত (২৩৪.৫২ মিলিয়ন ডলার) তহবিল তোলার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। করোনা সংকটে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত এয়ারএশিয়া গত সপ্তাহের শুরুতে জানিয়েছিল বছরের প্রথম প্রান্তিকে তাদের লোকসান এসেছে ২০০ মিলিয়ন ডলার, যা ২০০৪ সালের পর থেকে সবচেয়ে বড় প্রান্তিক লোকসান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর