১১ জুলাই, ২০২০ ১৫:৪৫

ফাঁকা হচ্ছে প্যাংগং লেক, তবে এখনও রয়েছে কয়েক’শ চীনা তাঁবু

অনলাইন ডেস্ক

ফাঁকা হচ্ছে প্যাংগং লেক, তবে এখনও রয়েছে কয়েক’শ চীনা তাঁবু

ভারত-চীন সীমান্ত উত্তেজনা কিছুটা নমনীয়তায় যাচ্ছে গেল কয়েকদিনে। ক্রমশ সরছে চীনের সেনাবাহিনী। শুক্রবারের যে স্যাটেলাইট ইমেজ প্রকাশ্যে এসেছে, তাতে পরিস্কার দেখা যাচ্ছে যে প্যাংগং লেকের ধারে ক্রমশ কমে আসছে চীনা সেনার উপস্থিতি।

এর আগে গত ২৬ জুনের যে ছবি দেখা গিয়েছিল, সেখানে লেকের নীল জলের ধারে ছিল চিনা সৈন্যের ভিড়। আজ সেই অংশ অনেকটাই ফাঁকা। তবে এখনও কয়েক’শ চীনা সৈন্যের তাবু দেখা যাচ্ছে ওই অঞ্চলে। এখনও চীনা সেনার পুরোপুরি সরে যাওয়ার ছবি দেখা যাচ্ছে না।

এদিকে ভারতীয় বিমানবাহিনীর হাতে অত্যাধুনিক সেনা কপ্টার চিনুক ও অ্যাপাচে এসে পৌঁছেছে। এএইচ-৬৪ই অ্যাপাচে ও সিএইচ-৪৭ এফ(আই) মিলিটারি কপ্টার এবার ব্যবহার করবে ভারত। শুক্রবার মোট ২২টি অ্যাপাচের মধ্যে শেষ পাঁচটি এসে পৌঁছেছে। বোয়িং ভারতীয় সেনার হাতে এই কপ্টারগুলি তুলে দেয়।

এবছরের মার্চ মাসের শুরুতেই ১৫টি চিনুকের শেষ পাঁচটি তুলে দেওয়া হয় ভারতীয় বিমানবাহিনীর হাতে। শুক্রবার সেগুলো এসে পৌঁছায় হিন্ডানে বিমানবাহিনীর ঘাঁটিতে। চিনুক কপ্টারগুলো ভারি ওজন বহনে সক্ষম। মার্কিন যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ অ্যাপাচে হেলিকপ্টার ব্যবহার করে।

সূত্র : কলকাতা ২৪x৭।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর