১২ জুলাই, ২০২০ ০৮:৫১

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস, ৪০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস, ৪০ জনের মৃত্যু

সংগৃহীত ছবি

নেপালের পশ্চিমাঞ্চলে প্রবল বন্যা ও ভূমিধসে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। শনিবার এ তথ্য জানানো হয়।

শুক্রবার রাজধানী কাঠমান্ডু থেকে ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমের জেলা মায়াগদিতে ২০ জনের মৃত্যু এবং ১৩ জন নিখোঁজ হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক গয়া নাথ ধকল।

এ ব্যাপারে তিনি বলেছেন, ‘মায়াগদিতে নিখোঁজদের খোঁজে এখনও কাজ করছেন উদ্ধারকারীরা। ভূমিধসে আহত ১১ জনকে আশেপাশের হাসপাতালে পাঠানো হয়েছে।’

এদিকে, প্রতিবেশী জেলা কাস্কিতে সাত জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পর্যটন নগরী পোখারার এক সরকারি কর্মকর্তা। আরও সাত জন মারা গেছে দূর পশ্চিমের জেলা জাজারকোটে। এছাড়া মধ্য নেপালের গুলমি, লামজুং ও সিন্ধুপালচোকে বন্যায় সাত জনের মৃত্যু হয়েছে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর