১২ জুলাই, ২০২০ ২০:২১

হজ যাত্রীদের প্রাথমিক তালিকা প্রকাশ হবে আজ

অনলাইন ডেস্ক

হজ যাত্রীদের প্রাথমিক তালিকা প্রকাশ হবে আজ

সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় সৌদিতে অবস্থানরত অভিবাসী হজযাত্রীদের প্রাথমিক তালিকা প্রকাশ করবে আজ। এ বছর হজে অংশগ্রহণকারীদের শতকরা ৭০ ভাগ হবে সৌদিতে অবস্থানরত অভিবাসী। খবর আল আরাবিয়ার।

আবেদনকারীদের থেকে নির্বাচিতদের নাম আজ সৌদি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তাদেরকে মোবাইলে মেসজ করেও জানিয়ে দেওয়া হবে। তবে চূড়ান্ত ভাবে নির্বাচিত হওয়ার জন্য অবশ্যই স্বাস্থ্য পরিক্ষার চূড়ান্ত পর্ব উত্তীর্ণ হতে হবে।

সৌদি মন্ত্রণালয়ের ভাষ্য মতে, হজযাত্রী নির্বাচনের ক্ষেত্রে স্বাস্থ্যকে প্রধান মাপকাঠি বিবেচনা করা হয়েছে। তাই সুস্থ-সবল ও দূরারোগ্য ব্যাধি ও করোনাভাইরাস থেকে মুক্তদের এবার হজ পালনের জন্য নির্বাচন করা হবে। এছাড়া অতীতে হজ করেনি এমন ২০ বছর থেকে ৫০ বছর বয়সীদের প্রাধান্য দেওয়া হবে। হজ পালন শেষে সবাইকে কোয়ারেন্টাইনে থাকতে হবে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর