শিরোনাম
৫ আগস্ট, ২০২০ ১১:৩১

নরওয়ের গোয়েন্দা বিমানের গতিবিধি আটকে দিল রাশিয়ার জঙ্গিবিমান

অনলাইন ডেস্ক

নরওয়ের গোয়েন্দা বিমানের গতিবিধি আটকে দিল রাশিয়ার জঙ্গিবিমান

রাশিয়ার একটি মিগ-৩১ জঙ্গিবিমান নরওয়ে বিমান বাহিনীর একটি ফ্যালকন-২০ গোয়েন্দা বিমানের গতিবিধি আটকে দিয়েছে।

মঙ্গলবার ব্যারেন্টস সাগরের নিরপেক্ষ পানিসীমার আকাশে এ ঘটনা ঘটেছে বলে রাশিয়ার জাতীয় প্রতিরক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্র জানিয়েছে।

ওই কেন্দ্রের এক বিবৃতির বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা ‘তাস’ এ খবর দিয়েছে। 

বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার আকাশ নিয়ন্ত্রণ ব্যবস্থা ২০২০ সালের ৪ আগস্ট ব্যারেন্টস সাগরের আকাশে চলমান একটি লক্ষ্যবস্তুকে রাশিয়ার সীমান্তের দিকে এগিয়ে যেতে দেখতে পায়। এ সময় রাশিয়ার উত্তরাঞ্চলীয় বহরের একটি মিগ-৩১ জঙ্গিবিমান দ্রুততার সঙ্গে লক্ষ্যবস্তুটিকে আটকে দেয় এবং এটির চলার গতিপথ পরিবর্তন করে দেয়।

বিবৃতিতে আরও বলা হয়, রাশিয়ার যুদ্ধবিমানটির পাইলট লক্ষ্যবস্তু থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে দেখতে পায় সেটি নরওয়ে বিমান বাহিনীর একটি ফ্যালকন-২০ গোয়েন্দা বিমান।

তাস বার্তা সংস্থার খবরে এ সম্পর্কে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সদস্য নরওয়েকে রাশিয়া ঐতিহ্যগত শত্রু বলে মনে করে।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর