আজারবাইজানের অধিকৃত অঞ্চল আর্মেনিয়াকে অবশ্যই সমর্পণ করতে হবে বলে মন্তব্য করেছে তুরস্ক। শনিবার আঙ্কারার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইট বার্তায় এ কথা বলে। খবর ট্রেন্ড নিউজের।
টুইট বার্তায় বলা হয়, আজারবাইজানের সেনাবাহিনী দখলকৃত অঞ্চলগুলো মুক্ত করে বিরত্বপূর্ণভাবে বিজয় অর্জন করেছে।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় আর বলে, আর্মেনিয়াকে অবশ্যই দখলকৃত অঞ্চল তাদের অধিকারপূর্ণ মালিকের কাছে ফেরত দিতে হবে। আজারবাইজানি ভাই-বোনদের পাশে শেষ পর্যন্ত থাকবে তুরস্ক।
২৭ সেপ্টেম্বর থেকে বিরোধীয় অঞ্চল নাগোরনো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান নতুন করে যুদ্ধে জড়ায়। পরর্বতী সময়ে শুক্রবার রাশিয়ার মধ্যস্থতায় মস্কোতে আর্মেনিয়া ও আজারবাইজানের সঙ্গে ১০ ঘণ্টা শান্তি আলোচনা হয়।
এতে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয় বলে জানিয়েছে রাশিয়া। শনিবার স্থানীয় সময় ১২টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল।
বিডি প্রতিদিন/এমআই