প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটির ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে ভর্তি হয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কিন্তু মাত্র ৭২ ঘণ্টার চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়ে হোয়াইট হাউসে ফিরে আসেন তিনি।
তবে হাসপাতাল থেকে বের হওয়ার আগে সুপারম্যান লেখা টি-শার্ট পরতে চেয়েছিলেন ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমস ও ডেইলি মেইল এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, তিন দিন ওয়াল্টার রিড মেডিকেল সেন্টারে কাটানোর পর সেখান থেকে ফেরার সময় স্টান্টবাজির প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। প্রথমে ট্রাম্প চেয়েছিলেন হাসপাতাল থেকে বের হওয়ার সময় তিনি অসুস্থ থাকার ভান করবেন। কিন্তু তার সাদা শার্টের নিচে সুপারম্যান লেখা টি-শার্ট থাকবে, যেটি জামার ওপর দিয়েও স্পষ্ট দেখা যাবে। পরে তিনি শার্ট খুলে সেই টি-শার্ট দেখাবেন এবং নিজের সুস্থতার বিষয়টি জানান দেবেন। পরে অবশ্য সেই পরিকল্পনা থেকে সরে আসেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প অবশ্য হোয়াইট হাউসে ফেরার পর ভিন্ন স্টান্ট দেখিয়েছিলেন। সুস্থতার প্রমাণ দিতে হোয়াইট হাউসের লনে দাঁড়িয়ে তিনি টান দিয়ে মাস্ক খুলে ফেলেছিলেন।
বিডি প্রতিদিন/কালাম