জম্মু ও কাশ্মীরের ভারত সীমার ঢুকে পড়া পাকিস্তানি ‘কোয়াডকপ্টার’ (চালকবিহীন ড্রোন-হেলিকপ্টার) গুলি করে নামাল ভারতীয় সেনা। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, শনিবার সকাল ৮টা নাগাদ কুপওয়াড়ার কেরান সেক্টরে নিয়ন্ত্রণরেখা (এলওসি)-র অদূরে সেটিকে নামানো হয়।
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘কোয়াডকপ্টার’টি চিনা কোম্পনি ডিজেআই নির্মিত ‘ম্যাভিক-২ প্রো’ মডেলের। ধারণা করা হচ্ছে, নজরদারির উদ্দেশ্যেই কপ্টার-ড্রোনটি পাঠিয়েছিল পাকিস্তান। সেটি ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে নীচু দিয়ে উড়ছিল। নিয়ন্ত্রণরেখায় নজরদারি এবং কাশ্মীরে অনুপ্রবেশকারী জঙ্গিদের অস্ত্র সরবরাহের উদ্দেশ্যে নিয়মিত ড্রোন এবং ‘কোয়াডকপ্টার’ ব্যবহার করে পাক সেনা এবং আইএসআই।
জুন মাসে কাঠুয়া সেক্টরের পানেসরে ভারতীয় আকাশসীমায় ঢুকে পড়া ৮ ফুট লম্বা একটি পাকিস্তানি ড্রোন গুলি করে নামিয়েছিল টহলদার বিএসএফ বাহিনী। সেটি থেকে স্বয়ংক্রিয় রাইফেল-সহ প্রচুর গুলি ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল। সূত্র : আনন্দবাজার পত্রিকা।
বিডি-প্রতিদিন/শফিক