সৌদি আরবে আঙুরের চালানের ভেতরে দুই কোটিরও বেশি অ্যাম্ফিটামিন ট্যাবলেট (স্নায়ু উত্তেজক ওষুধ) পাচারের চেষ্টা বানচাল করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় এখন পর্যন্ত আট জনকে গ্রেফতার করেছে।
শনিবার সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকের মুখপাত্র জানান, নিরাপত্তাবিষয়ক কর্মকর্তারা শুল্ক কর্তৃপক্ষের সমন্বয়ে জেদ্দা ইসলামিক বন্দর দিয়ে পাচারের সময় দুই কোটি এক লাখ ৯০ হাজার ৫০০টি (অ্যাম্ফিটামিন) ট্যাবলেট জব্দ করেছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন