২৩ জানুয়ারি, ২০২১ ২০:১১

হুথিদের কালো তালিকাভুক্তির বিষয়টি মূল্যায়ন করছে বাইডেন প্রশাসন

অনলাইন ডেস্ক

হুথিদের কালো তালিকাভুক্তির বিষয়টি মূল্যায়ন করছে বাইডেন প্রশাসন

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করার বিষয়টি পুনর্মূল্যায়ন করে দেখছে নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। খবর পার্সটুডের।

গতকাল শুক্রবার এ তথ্য জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ওই সিদ্ধান্ত পুনর্মূল্যায়নের কাজ শুরু করেছে নতুন প্রশাসন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রস্তাবিত অ্যান্থনি ব্লিংকেন এ বিষয়ে পরামর্শ দেয়ার পর মার্কিন পররাষ্ট্র দপ্তর হুথি আনসারুল্লাহ আন্দোলনকে সন্ত্রাসী আখ্যা দেয়ার বিষয়টি মূল্যায়নের কাজ শুরু করেছে। 

বিষয়টি নিয়ে বাইডেন প্রশাসন প্রকাশ্যে আলোচনা করবে না এবং এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করবে না তবে ইয়েমেন ইস্যুটিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখে আমরা খুব দ্রুত পুনর্মূল্যায়নের কাজ শেষ করবো বলেও ওই মার্কিন মুখপাত্র জানান।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর