২৫ জানুয়ারি, ২০২১ ০৮:৩৯

১৪ দিন পরে চীনের খনি থেকে ১১ শ্রমিক উদ্ধার

অনলাইন ডেস্ক

১৪ দিন পরে চীনের খনি থেকে ১১ শ্রমিক উদ্ধার

১৪ দিন পরে চীনের একটি দুর্ঘটনা কবলিত স্বর্ণখনি থেকে আটকে পড়া ১১ শ্রমিককে উদ্ধার করা হয়েছে। গত ১৪ দিন ধরে খনির কয়েকশ মিটার নীচে আটকে ছিলেন তারা।

গতকাল রবিবার প্রথম শ্রমিককে বের করে আনার সময় উদ্ধারকারীদের উল্লাস করতে দেখা গেছে। টিভি ফুটেজে দেখা যায়, আলো থেকে রক্ষায় ওই শ্রমিকের চোখ কাপড় দিয়ে ঢাকা ছিল। খবর আল-জাজিরা।

উল্লেখ্য, গত ১০ জানুয়ারি শানদং প্রদেশের হুশান স্বর্ণখনিতে বিস্ফোরণের পর এটির প্রবেশ টানেল ভেঙে পড়ে। সে সময় মোট ২২ জন শ্রমিক ভূগর্ভে আটকে পড়েন। এখনো খনির ভেতরে আটকে পড়া ৯ থেকে ১০ জন শ্রমিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তারা জীবিত আছেন কিনা সে বিষয়টিও অনিশ্চিত।

রবিবার সকালে প্রথম শ্রমিককে উদ্ধার করে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার শারীরিক অবস্থা ‘অত্যন্ত দুর্বল’ বলে জানানো হয়েছে। এর প্রায় এক ঘণ্টা পর খনির অন্য একটি অংশ থেকে আরও ১০ শ্রমিককে উদ্ধার করা হয়।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর