১ ফেব্রুয়ারি, ২০২১ ১১:৫৯

মিয়ানমার সরকার প্রধানের দায়িত্ব পাওয়া কে এই ভাইস প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক

মিয়ানমার সরকার প্রধানের দায়িত্ব পাওয়া কে এই ভাইস প্রেসিডেন্ট

সেনা অভ্যুত্থানের পর এক বছরের জন্য মিয়ানমারে জরুরি অবস্থা জারি করেছে সেনাবাহিনী। আজ সোমবার ভোরে অং সান সু চি ও তার দলের জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি প্রেসিডেন্ট উইন মিন্তকেও গ্রেফতার করা হয়েছে। দেশটির ভাইস প্রেসিডেন্ট মিন্ট সুয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

অবশ্য এর আগেও মিন্ট সুয়ে মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন। ২০১৮ সালের ২১ মার্চ দেশটির প্রেসিডেন্ট Htin Kyaw পদত্যাগ করলে মিন্ট সুয়ে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছিলেন।

মিন্ট সুয়ে ২০১১ সালের ৩০ মার্চ থেকে ২০১৬ সালের ৩০ মার্চ পর্যন্ত ইয়াঙ্গুন প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। ২০১৬ সালের ৩০ মার্চ তিনি মিয়ানমারের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি দেশটির সেনাবাহিনীতে লেফটেন্যান্ট জেনারেল পদে দায়িত্ব পালন করছিলেন। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর