মিয়ানমারের ব্যাংকার্স অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে ইন্টারনেট সংযোগ দুর্বল থাকার কারণে ব্যাংকগুলোতে সোমবার সব ধরণের অর্থনৈতিক সেবা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
পরবর্তীতে দেশের অবস্থা স্বাভাবিক হলে পুনরায় ব্যাংকগুলো তাদের লেনদেন চালু করবে।
মিয়ানমার ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের নির্দেশনার বরাত দিয়ে দেশটির কানবাওজা ব্যাংক তাদের ফেসবুক পেজে জানিয়েছে যে, সাময়িকভাবে তাদের ব্যাংকের শাখাগুলো কার্যক্রম বন্ধ রাখবে।
ইন্টারনেট এবং মোবাইল ব্যাংকিংও বাধাগ্রস্ত হতে পারে বলে বিবৃতিতে জানানো হয়।
এর আগে গত বছরের নির্বাচনে কারচুপির অভিযোগে ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় ক্ষমতাসীন সরকারকে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা থেকে সরিয়ে দেয় সেনাবাহিনী। এই ঘটনায় দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চি ও ক্ষমতাসীন দলের সিনিয়র নেতাদের গ্রেফতার করা হয়।
সেনাবাহিনীর তরফে বলা হয়েছে, আগামী এক বছর তারা ক্ষমতায় থাকবেন। সূত্র: বিবিসি।
বিডি প্রতিদিন/আবু জাফর