দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা 'ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস' দাবি করেছে, উত্তর কোরিয়ার হ্যাকাররা ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা ফাইজারের তথ্যভাণ্ডারে সাইবার হামলা চালিয়েছে। খবর আজকালের।
বলা হচ্ছে, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের নির্দেশেই অস্ত্র তৈরি অত্যাধুনিক প্রযুক্তি এবং ভ্যাকসিনসহ অন্যান্য তথ্য হাতিয়ে নিতে গোটা বিশ্বেই সাইবার হামলা চালায় হ্যাকাররা।
দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাদের দাবি, গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি ৯ টি সংস্থার পরিষেবা যান্ত্রিকভাবে বিকল করে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা চালিয়েছিল কিমের দেশের হ্যাকাররা।
যদিও বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি উত্তর কোরিয়ার পক্ষ থেকে।
বিডি-প্রতিদিন/শফিক