১ মার্চ, ২০২১ ১৬:৩২

বৈঠক প্রত্যাখ্যান ইরানের, হতাশ যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

বৈঠক প্রত্যাখ্যান ইরানের, হতাশ যুক্তরাষ্ট্র

পরমাণু চুক্তি ইস্যুকে শক্ত অবস্থান ইরানের। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দেশটি। ইরান জানিয়েছে, তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে আলোচনায় বসা সম্ভব নয়।

এদিকে বাইডেন প্রশাসন বলেছে, তারা বিষয়টি নিয়ে অর্থবহ কূটনৈতিক তৎপরতা চালানোর জন্য প্রস্তুত রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ ইউরোপীয় প্রস্তাব প্রত্যাখ্যান করার পর পরই মার্কিন সরকার এ অবস্থান ঘোষণা করে।

খাতিবজাদেহ বলেছেন, ‘পরমাণু সমঝোতার ব্যাপারে ইউরোপ সম্প্রতি যে অনানুষ্ঠানিক বৈঠকের প্রস্তাব দিয়েছে, তার জন্য বর্তমান সময়কে উপযুক্ত মনে করছে না তেহরান।’

খাতিবজাদেহর বক্তব্যের কয়েক ঘণ্টার মাথায় হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেন, ‘আমরা ইরানের প্রতিক্রিয়ায় হতাশ হলেও সমঝোতায় ফিরে আসার লক্ষ্যে অর্থবহ কূটনৈতিক প্রচেষ্টা চালাতে প্রস্তুত আছি। বিষয়টি নিয়ে ওয়াশিংটন পরমাণু সমঝোতার বাকি পাঁচ দেশ চীন, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন ও জার্মানির সঙ্গে আলোচনা করা হবে।’

সূত্র: রয়টার্স 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর