ফিলিস্তিনে দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচন পেছানোর অনুরোধ জানিয়েছিল ইসরায়েল। তবে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ অনুরোধ প্রত্যাখ্যান করেছে। খবর আনাদোলু এজেন্সির।
প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, আমরা যে কোনো নির্বাচন পেছানোর বিরোধীতা করি। গত জানুয়ারিতে প্রেসিডেন্ট আব্বাস একটি ফরমান জারি করেন। সেই অনুযায়ী আগামী ২২ মে আইনসভা নির্বাচন, ৩১ জুলাই প্রেসিডেন্ট নির্বাচন এবং ৩১ আগস্ট জাতীয় কাউন্সিল নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক