চীন সরকার আগেই হুমকি দিয়েছিল, জিনজিয়াংয়ে জবরদস্তি শ্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করে নিজের পায়ে নিজেই পাথর মেরেছে পশ্চিমা ব্রান্ডগুলো। তারা চীনে ব্যবসা করতে পারবে না। এরপরই চীনে পশ্চিমা ব্রান্ডের পণ্য বর্জনের হিড়িক পড়েছে। শুধু তাই নয়, পশ্চিমা ব্রান্ডের পণ্যের প্রচারণাও বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিবিসি জানিয়েছে, চীনের টিভিগুলোর বিভিন্ন অনুষ্ঠানে পশ্চিমা ব্রান্ডের লোগো দেখা যাচ্ছে না। অভিনয়শিল্পীদের পোশাক, জুতার যে অংশে লোগো আছে তা অস্পষ্ট করে দেওয়া হচ্ছে।
এই পদক্ষেপের কারণে সম্পাদনার টেবিলে দীর্ঘ সময় লেগে যাচ্ছে। এতে কিছু অনুষ্ঠানের প্রচারও বিলম্বিত হচ্ছে। পোস্ট প্রোডাকশনে টি-শার্ট থেকে জুতা; সবকিছুর লোগো মুছে দেওয়া হচ্ছে।
চীনে পশ্চিমা পণ্যবিক্রেতারা সংখ্যালঘু উইঘুরদের দিয়ে জবরদস্তি শ্রমে বাধ্য করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। বেইজিং সেই অভিযোগ অস্বীকার করে। সম্প্রতি চীনজুড়ে পশ্চিমা পণ্য বয়কটের হিড়িক পড়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা