নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামে পাট কাটাকে কেন্দ্র করে বাবা জাহাঙ্গীর শেখ (৬১) এবং ছেলে নাহিদ শেখকে (৩০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই ব্যক্তি।
বুধবার বেলা ১১টার দিকে বাহিরপাড়া গ্রামের বিলের মাঝে এ হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ কবির শেখ (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাহিরপাড়া গ্রামের কাওছার শেখ ও জাহাঙ্গীর শেখের মধ্যে জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।বুধবার বেলা ১১টার দিকে জাহাঙ্গীর শেখ ও তার ছেলে নাহিদ শেখ শ্রমিক নিয়ে জমিতে পাট কাটতে ও জমি পরিচর্যা করতে গেলে প্রতিপক্ষ কাওসার শেখ তাঁর দলীয় কবির শেখসহ অন্য লোকজন বাঁধা দেন। এ সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে মধ্যে তর্কবিতর্ক হয়। তর্ক-বিতর্কের এক পর্যায়ে কাওসার শেখের পক্ষের ৭/৮জন মিলে জাহাঙ্গীর শেখ ও তাঁর ছেলে নাহিদ শেখসহ চারব্যক্তিকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে পালিয়ে যায়। এতে জাহাঙ্গীর শেখ ঘটনাস্থলেই মারা যান। আহত নাহিদ শেখকে ঢাকায় নেয়ার পথিমধ্যে বেলা ৩টার দিকে মারা যান। অন্য আহত আব্দুল কাদের ও নয়ন শেখকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম আরো বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে কবির শেখকে (৪৬) আটক করা হয়।অন্যদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম