কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে বুধবার (১৬ জুলাই) সাধারণ শিক্ষার্থী ও শিক্ষক পরিষদ পাল্টা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। জানা গেছে, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবদুল কুদ্দুস প্রথম ফেসবুকে শিক্ষার্থীদের ‘বহিরাগত’ বলে স্ট্যাটাস দেন। এরপর অন্যান্য শিক্ষকও সে পোস্টে মন্তব্য করতে থাকেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা।
কর্মসূচি শেষে বক্তব্য রাখেন, ভিক্টোরিয়া কলেজ ছাত্রশিবিরের সভাপতি মনির হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. জাহিদুল ইসলাম এবং ছাত্রদল নেতা ওমর ফারুক। তারা বলেন, গত এক বছরে আমরা ৯টি দাবি নিয়ে অধ্যক্ষের কাছে গিয়েছি। কিন্তু তিনি শুধু তালবাহানা করেছেন। বলেছেন, তিনি অক্ষম। তিনি নিজেও জানেন না কেন এখানে এসেছেন।
অভিযোগ রয়েছে, গত সোমবার ওই ৯ দফা দাবি নিয়ে কিছু সাবেক ও বর্তমান শিক্ষার্থী অধ্যক্ষ মো. আবুল বাসার ভূঁঞাকে কলেজ মসজিদে ঢুকে ছয় ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। এই ঘটনার প্রতিবাদে বুধবার সকাল ১১টায় কলেজের ডিগ্রি শাখার প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন কলেজের শিক্ষকরা। সেখানে বক্তব্য দেন উপাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল মজিদ, শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান, বাংলা বিভাগের প্রধান অধ্যাপক মশিউর রহমান প্রমুখ।
শিক্ষকরা বলেন, অধ্যক্ষকে মসজিদে অবরুদ্ধ করা চরম ধৃষ্টতা। তাকে অন্যায়ভাবে হেনস্তা করা হয়েছে। এসব ঘটনার পেছনে একটি সুবিধাবাদী গোষ্ঠী রয়েছে যারা কলেজকে অস্থিতিশীল করতে চায়।
শিক্ষকদের পক্ষ থেকে বলা হয়, অধ্যক্ষ কোনো অনিয়ম করলে ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে। কিন্তু নিজ হাতে শাস্তি দেওয়ার মতো কোনো নিয়ম নেই।
বিডি প্রতিদিন/এএ