চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় চোরাকারবারিদের ধরতে গিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাকারবারিরা পালিয়ে গেলে সেখান থেকে ১০টি মহিষ জব্দ করা হয়। মঙ্গলবার রাত ৯টার দিকে বাখের আলী সীমান্তের আলীমনগর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু জানান, মহিষগুলো ভারত থেকে অবৈধ পথে আনা হয়েছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চোরাকারবারিদের বেশিদূর ধাওয়া করতে পারেননি বিজিবি সদস্যরা।
এদিকে অবৈধভাবে ভারতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জের তিনজন গ্রেপ্তার হয়েছেন। সোমবার রাতে মুর্শিদাবাদ জেলার জঙ্গীপুর থানার কুতুবপুর ঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের মেসবাহুল হক, সাইফুল ইসলাম ও জাহাঙ্গীর আলম।
ভারতের সংবাদমাধ্যমে বলা হয়েছে, পুলিশের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, গরু পাচারের উদ্দেশ্যে তারা অবৈধভাবে ভারতে গিয়েছেন। মঙ্গলবার রঘুনাথগঞ্জ থানা পুলিশ তিনজনকে জঙ্গীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।