কুষ্টিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে বিদেশি পিস্তল ও শটগানসহ দুজন আটক এবং ব্রাহ্মণবাড়িয়ায় সেনাবাহিনীর অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ একজন গ্রেপ্তার হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর- কুষ্টিয়া : দৌলতপুর উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি শটগান, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলিসহ দুজনকে আটক করেছে বিজিবি। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য জানায়। ব্রাহ্মণবাড়িয়া : আশুগঞ্জে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার এবং আসাদ মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল ভোরে উপজেলার চরচারতলা এলাকায় এ অভিযান চালানো হয়।
জানা যায়, ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা একাধিক মামলার আসামি সাদ্দাম হোসেনের বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় তার বাড়ির আঙিনায় গর্ত খুঁড়ে একটি আমেরিকান রিভলভার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সাদ্দাম পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে আটক করা হয় তার ভাই আসাদ মিয়াকে। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আটক আসামির বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।