টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে টাইগারদের বোলিং তোপে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান তুলতে পেরেছে লঙ্কানরা। শুরুতে ব্যাট করতে নামা লঙ্কানদের তছনছ করে দিয়েছেন স্পিনার মেহেদী হাসান।
টাইগারদের জয়ের জন্য চাই ১৩৩ রান।
টসে জিতে শ্রীলঙ্কান অধিনায়ক চারিত আসালঙ্কা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। তবে সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কা। টাইগার বোলিং তোপে তাদের মাত্র এক ব্যাটার ৪০-এর ঘর ছাড়াতে পেরেছে। ২০-এর ঘর ছাড়াতে পেরেছে মাত্র দুই জন।
এছাড়া আর কোনো ব্যাটার ২০-এর ঘরই ছাড়াতে পারেনি। চার ব্যাটার সাজঘরে ফিরেছেন ১০ রানের নীচে।
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেই হবে শিরোপা নির্ধারণ। শ্রীলঙ্কা সফরেই বাংলাদেশ দলের শেষ ম্যাচও এটি।
দুই টেস্টের সিরিজের দ্বিতীয় ম্যাচে হেরে সিরিজ হেরেছিল বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে দুই দলই একটি করে ম্যাচ জেতায় আজ কলম্বোর ম্যাচটি হয়ে উঠেছে সিরিজ নির্ধারক।
বিডি প্রতিদিন/নাজমুল