১৩ এপ্রিল, ২০২১ ০৮:৪৭

আমেরিকার স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১

অনলাইন ডেস্ক

আমেরিকার স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১

আমেরিকার টেনেসি রাজ্যে একটি স্কুলে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় একজন প্রাণ হারিয়েছেন। সোমবারের এই ঘটনায় আরও ১ জন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ জানায়, স্থানীয় সময় দুপুর নাগাদ ‘অস্টিন ইস্ট ম্যাগনেট হাই স্কুলে’ চালানো হয় এলোপাথাড়ি গুলি। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানটির ভেতরের মাঠে চলছিল বেজবল খেলা। শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন অনেক অভিভাবকও।

ঘটনাস্থলটি কঠোর নিরাপত্তায় ঢেকে ফেলেছে পুলিশ। এখনও আটক করা যায়নি হামলাকারীকে। তাই সন্দেহভাজন ব্যক্তিদের হেফাজতে রেখে বাকিদের ফেরত পাঠানো হয়েছে বাড়িতে।

গেল সপ্তাহেই রাজ্য গভর্নর বিল লি একটি নির্বাহী আদেশে সই করেন। যাতে ২১ বছরের নীচে কোনও ব্যক্তির কাছে আগ্নেয়াস্ত্র বিক্রির আগে খতিয়ে দেখা হবে প্রশিক্ষণের কাগজপত্র এবং অতীত ইতিহাস। জুলাই’র ১ তারিখ থেকেই আইনটি কার্যকর হওয়ার কথা।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর