২৩ এপ্রিল, ২০২১ ১৩:৪৭

আফগানিস্তানের সাথে বন্ধুত্ব নাকি শত্রুতা, সিদ্ধান্ত এবার পাকিস্তানের!

অনলাইন ডেস্ক

আফগানিস্তানের সাথে বন্ধুত্ব নাকি শত্রুতা, সিদ্ধান্ত এবার পাকিস্তানের!

আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি

আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি সম্প্রতি কাবুলে এক সমাবেশে বলেন, 'আজ পাকিস্তানের জন্য সিদ্ধান্ত নেওয়ার দিন। দুই বছর পর আমরা এই দিনের জন্য পুরোপুরি প্রস্তুত। আমাদের ব্যাপক পরিকল্পনা রয়েছে। আফগানিস্তান থেকে বিদেশি বাহিনী প্রত্যাহারের পর পাকিস্তানকে সিদ্ধান্ত নিতে হবে, তারা প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব নাকি শত্রুতার সম্পর্ক রাখবে।'  

তিনি আরও বলেন, 'যদি আমাদের দেশ স্থিতিশীল না হয়, তাহলে তাদের দেশও অস্থিতিশীল হবে এবং যদি তারা (পাকিস্তান) আমাদের উন্নতি চায়, তাহলে তারাও উন্নতি করবে। আন্তর্জাতিক সৈন্য প্রত্যাহারের ঘোষণার সাথে সাথে আধুনিক ইতিহাসে আফগানিস্তানকে সর্বোত্তম সুযোগ প্রদান করা হয়েছে।'

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত বুধবার (২১ এপ্রিল) বলেন, 'যুক্তরাষ্ট্র ১ মে আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের চূড়ান্ত সূচনা করবে এবং আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে সব সৈন্য আফগানিস্তান থেকে সরিয়ে নেবে।'

 

বিডি প্রতিদিন / অন্তরা কবির 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর