ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার ছাড়া অন্য কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় ইরানের একদল শিল্প উদ্যোক্তার সঙ্গে বৈঠকে ভিয়েনায় পরমাণু সমঝোতা নিয়ে চলমান বৈঠকের কথা উল্লেখ করে তিনি এ মন্তব্য করেন।
এ সময় রুহানি বলেন, তেহরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছিলেন ট্রাম্প। ইরানের ইসলামি শাসনব্যবস্থার পতন ঘটানোর লক্ষ্যে তিনি এটি করেছিলেন। কিন্তু সে যুদ্ধে ইরানের বিজয় হয়েছে। গোটা বিশ্ব এমনকি যুক্তরাষ্ট্র আজ স্বীকার করতে বাধ্য হচ্ছে যে, তারা ব্যর্থ।
আমেরিকার অর্থনৈতিক যুদ্ধের সময় দেশের অর্থনীতিকে পতনের হাত থেকে রক্ষা করতে ভূমিকা রাখার জন্য শিল্প উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।
এর আগে ইরান হুমকি দিয়ে জানিয়েছে ভিয়েনা বৈঠকে পাশ্চাত্যের দেশগুলো যদি সময়ক্ষেপণ করে বা অন্য কোনো বিষয়কে এই আলোচনার অন্তর্ভুক্ত করতে চায় তাহলে সংলাপ থেকে বেরিয়ে আসবে।
বিডি প্রতিদিন/হিমেল