১২ মে, ২০২১ ১৮:০৩

চীনা জাহাজ লক্ষ্য করে গুলি জাপানি উপকূলরক্ষীদের

অনলাইন ডেস্ক

চীনা জাহাজ লক্ষ্য করে গুলি জাপানি উপকূলরক্ষীদের

একটি চীনা গবেষণা জাহাজকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছে জাপানের উপকূলরক্ষী বাহিনী। চীনা জাহাজটি তাদের অর্থনৈতিক অঞ্চলের কাছে আসায় গুলি ছুঁড়েছে জাপানের উপকূলরক্ষী বাহিনী।

এ ঘটনায় জাপান সরকার কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বেইজিংয়ের কাছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

সোমবার জাপানের অর্থনৈতিক অঞ্চলের মধ্যে ঢুকে পড়ে একটি চীনা গবেষণা জাহাজ। উপকূলরক্ষী বাহিনী মনে করে, সেখানে গবেষণা কার্যক্রম চালানোর জন্য ওই জাহাজের কোনো অনুমতি ছিল না।

চীনা জাহাজটি থেকে সমুদ্রে তারের মতো একটি বস্তু প্রসারিত ছিল, যার ফলে উপকূলরক্ষী বাহিনী বিশ্বাস করে যে এটি গবেষণা পরিচালনা করছে। দুপুরের দিকে চীনা জাহাজটি টহলদারি নৌকার কার্যক্রম বন্ধ করে এগিয়ে যাওয়ার আদেশ মেনে নেয়।  

সূত্র:  সূত্র: ইয়োমিউরি শিমবুন।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর