ইউরোপে আসতে আফ্রিকা থেকে ভূমধ্যসাগরের ভয়ংকর পথ পাড়ি দিয়ে গিয়ে অভিবাসীদের মৃত্যুর ঘটনা প্রায়ই সামনে। এবার এসব ঘটনার জন্য ইউরোপীয় ইউনিয়ন ও এর সদস্য দেশগুলোকে আংশিক দায়ী করেছে জাতিসংঘ।
মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংস্থা ৩৭ পৃষ্ঠার একটি প্রতিবেদন উল্লেখ করে এমনটাই জানিয়েছে সংস্থাটি। এতে বলা হয়েছে, এসব মৃত্যুর জন্য ইউরোপের দেশগুলোর মানবিক উদ্ধার চেষ্টায় প্রতিবন্ধকতা ও লিবিয়ার দিকে পুশব্যাক অনেকাংশে দায়ী।
উল্লেখ্য, উন্নত জীবনের আশায় প্রাণের ঝুঁকি নিয়ে ছোট ছোট ডিঙ্গি নৌকায় চড়ে বিশাল সাগর পাড়ি দেয়। এই ভয়ংকর পথ পাড়ি দিতে গিয়ে মৃত্যুর হার দিন দিন বাড়ছে। চলতি বছরেই এই রুটে মৃত্যু হয়েছে অন্তত ৬৩২ জন। সূত্র : ডেইলি সাবাহ্।
বিডি-প্রতিদিন/শফিক