শক্তিশালী, স্বাধীন, উন্নত এবং ঐক্যবদ্ধ ইরাক গঠনের প্রতি তেহরানের পক্ষ থেকে নিশ্চিত সমর্থন দেয়ার কথা ঘোষণা করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে। সরকারি সফরে ইরাক পৌঁছে দেশটির কয়েকজন কর্মকর্তার সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।
বৈঠকে ইরাকের জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা কাসিম আল-আরাজি, ইরাকের সাবেক প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি এবং শিয়া রাজনৈতিক দল ‘ইসলামিক কাউন্সিল অব ইরাক’- এর নেতা শেখ হুমাম হামুদি অংশগ্রহণ করেন। এছাড়া, সাঈদ খাতিবজাদে ইরাকের বেশ কয়েকজন সুন্নি আলেম এবং বিশেষজ্ঞ ও গবেষকের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে আঞ্চলিক ঘটনাবলী এবং ইরান-ইরাক সম্পর্ক নিয়ে কথা বলেন তিনি। বৈঠকে ইরাক সরকারের প্রতি ইরানের পক্ষ থেকে সম্পূর্ণ সমর্থনের কথা ঘোষণা করেন সাঈদ খাতিবজাদে। ইরাকি জনগণের আশা-আকাঙ্ক্ষা ও দেশটির জাতীয় সংসদ নির্বাচনের বিষয় নিয়েও আলোচনা করেন।
সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক