সম্প্রতি নেপালে করোনা চিকিৎসাসহ টিকার ঘাটতি দেখা দেওয়ায় রাজধানী কাঠমুন্ডুতে টিকা কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে নেপালে মহামারি প্রতিরোধে প্রতিবেশী দেশ ভারত ভেন্টিলেটর এবং অ্যাম্বুলেন্সসহ চিকিৎসা সরঞ্জাম সহায়তা প্রদান করেছে ।
নেপালে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয়মোহন কোয়াত্রা নেপালি সেনাবাহিনীর প্রধান জেনারেল পূর্ণচন্দ্র থাপার হাতে ভারত সরকার এই সহায়তা হস্তান্তর করেছেন। তিনি বলেন, 'ভারত ও নেপাল একসাথে কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াই করছে।'
এদিকে, নেপালে ভারতীয় দূতাবাসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল জানিয়েছে, 'সংহতি ও ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার হিসেবে আজ রাষ্ট্রদূত কোয়াত্রা নেপালি সেনাবাহিনীর প্রধান জেনারেল পূর্ণচন্দ্র থাপার হাতে ভেন্টিলেটর ও অ্যাম্বুলেন্সসহ চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন।'
বিডি প্রতিদিন / অন্তরা কবির