সুড়ঙ্গ খুঁড়ে ইসরায়েলের গিলোবা কারাগার থেকে পালিয়েছে ৬ ফিলিস্তিনি। নিজেদের সেল থেকে কয়েক মাস ধরে সুড়ঙ্গ খুঁড়ে তারা পালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
বন্দীদের পালাতে দেখে এক কৃষক কারাগার কর্তৃপক্ষকে জানান। পালানো ছয় বন্দীর একজন আল আকসা মার্টার ব্রিগেডের সদস্য। ৫ জন ইসলামি জিহাদের সদস্য বলে দাবি করেছে বিবিসি।
সুড়ঙ্গ খুঁড়ে কারাগার থেকে পালানোর বিষয়টিকে ‘নিরাপত্তা ও গোয়েন্দা ব্যর্থতা’ বলে আখ্যা দিয়েছে ইসরায়েলি কারাগার কর্তৃপক্ষ। ফিলিস্তিন এ ঘটনাকে বীরত্বসূচক হিসেবে আখ্যা দিয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা