ইরানের সেনাবাহিনীর হেলিকপ্টার ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইউসুফ কুরবানি বলেছেন, ইরানের হেলিকপ্টার বহরই পশ্চিম এশিয়ায় সবচেয়ে শক্তিশালী। নিজস্ব জ্ঞান ও প্রযুক্তির ভিত্তিতে এই বহর গড়ে তোলা হয়েছে।
তিনি আরও বলেছেন, ইরানের হেলিকপ্টারগুলোতে স্মার্ট ও নিখুঁত অস্ত্র যুক্ত করা হয়েছে। একইসঙ্গে রয়েছে নাইট ভিশন ব্যবস্থা। খবর-পার্সটুডের।
ইউসুফ কুরবানি বলেন, বিশ্বের খুবই কম দেশের কাছে ইরানের পর্যায়ের হেলিকপ্টার বহর রয়েছে। ইরানের বিশেষজ্ঞরাই এ ইউনিটকে এতো ভালো পর্যায়ে নিয়ে গেছেন।
হেলিকপ্টার ইউনিটের এই কমান্ডার আরও বলেন, ইরান খুবই কম ব্যয়ে প্রতিরক্ষা শিল্পকে অত্যাধুনিক পর্যায়ে উন্নীত করতে সক্ষম হয়েছে। ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রসহ অন্যান্য অস্ত্র আন্তর্জাতিক মানের বলে মন্তব্য করেন তিনি।
ইসলামী বিপ্লব সফল হওয়ার পর থেকেই ইরান প্রতিরক্ষা শিল্পে স্বনির্ভরতা অর্জনের চেষ্টা করে আসছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন